Tea Tree Oil
Size: 10ml
Brand: The Body Shop UK
Suitable: For Oily Blemishes Skin
তৈলাক্ত ত্বক ও ব্রণের উপরে টি ট্রি অয়েলের প্রভাব আমাদের সবারই কম বেশি জানা আছে। টি ট্রি অয়েল জীবাণু নাশক। এটা ত্বকের সেরাম নিঃসরণ রেগুলেট করে ও জীবাণু থেকে ব্রণ হওয়ায় বাধা দেয়।ত্বকে বিদ্যমান ব্রণের উপরে লাগিয়ে সারা রাত রেখে দিলে সকালের মধ্যে ব্রণের আকার তিনভাগের এক ভাগ হয়ে যায়। দুই দিনের ভেতরে পুরোপুরি শুকিয়ে দাগ বিহীন ভাবে এটা ব্রণ সারিয়ে দেয় এবং এটা ব্রণের লালচে ভাব কমিয়ে এনে দুই-তিন দিনের মধ্যে কোন দাগ বা গর্ত ছাড়াই ব্রণ সাড়িয়ে তুলতে পারে।মাথাতেও তেলের সাথে মিশিয়ে এটা ব্যবহার করতে পারেন, এটা মাথার ত্বককে জীবাণু ও খুশকি বিহীন রাখতেও সক্ষম।
যখন কোন ব্রন উকি মারে সাথে সাথে দিনে দুই বার করে সেখানে এটা ব্যবহার করি। এতে ব্রণ বড় হবার আগেই শুকিয়ে যায়।